• শীর্ষ সংবাদ সরাইল
  • মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায়, সকলকে এগিয়ে আসার আহ্বান করলেন, ইউএনও আবু সালেহ মোসা

মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায়, সকলকে এগিয়ে আসার আহ্বান করলেন, ইউএনও আবু সালেহ মোসা

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ , ২৪ মে ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

 

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ বৈশ্বিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশও জাতির কল্যাণে
জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সহ দেশবাসীর জন্য দোয়া মাহফিলে নগদ অর্থ প্রদান ও খাদ্য বিতরণ
করেছে সরাইল উপজেলা নিবার্হী অফিসার এ এস এম মোসা।শনিবার( ২৩ মে) বিকালে সরাইল উপজেলার ঈমামসহ বিভিন্ন শ্রেণীর কর্মহীন মানুষকে উপজেলার নোয়াগাঁও আইরল বাজারের পাঠে ঈদ সামগ্রী বিতরন করা হয়। এ সময় ইউএনও আবু সালেহ মোসা বলেন, বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বিভিন্ন পেশাজীবির মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সরকার দেশের এই পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিয়েছেন। কেউ যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায়, সরকারের পাশাপাশি আমার সবাই দুর্যোগ মোকাবেলায় কাজ করতে হবে।প্রশাসনের কর্মকর্তারা  জনপ্রতিনিধি সাংবাদিক, সামাজিক সংগঠন কঠোর ভাবে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন । করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। পর্যায়ক্রম সকল শ্রেনীর মানুষকে প্রণোদনার আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা জানান, করোনার পরিস্থিতি শুরু থেকেই কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী,শিশু খাদ্য বিতরণ করা হচ্ছে। আমরা খুজে খুজে ভিক্ষুকসহ খেটে খাওয়া মানুষ বাড়িতে খাদ্য সামগ্রী পৌছানোর ব্যবস্থা করছি। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা জানেন সরাইল উপজেলার ৪২২ টি মসজিদে, ধর্ম মন্ত্রণালয় নগদ অর্থ (৫০০০ টাকা) অনুদান প্রদান করা হচ্ছে।তিনি উপস্থিত মসজিদের ঈমামদেরকে আহ্বান করে বলেন,সরকারের স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে,যার যার মসজিদে ঈদের জামাত আদায় করবেন। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে,সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান (মাক্কি), বিতরণ অনুষ্ঠান আয়োজকও সঞ্চালনায় ছিলেন, আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব, এম ডি জালাল, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরীসহ উপজেলা কর্মরত গণমাধ্যম ব্যক্তিগণ। পরে দোয়া পরিচালনা করেন, মাওঃ আবুল কাশেম।