মনে পড়ে – মোঃ জহির উদ্দিন বাবর

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ , ২৪ মে ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মনে পড়ে
মোঃ জহির উদ্দিন বাবর

মনে পড়ে সেদিন গুলোর কথা
যেদিন গুলোতে বুঝতামনা জীবনের
কি মানে।

মনে পড়ে সেদিন গুলোর কথা
যেদিন গুলোতে বুঝতামনা সময়ের
মুল্য কাকে বলে।

মনে পড়ে সেদিন গুলোর কথা
যেদিন গুলোতে গ্রামের মেঠো পথে
ঘুরে বেড়াতাম আনমনে…..

মনে পড়ে সেদিন গুলোর কথা
যেদিন গুলোতে অপেক্ষায় থাকতাম কখন বৈকাল হবে।

মনে পড়ে সেদিন গুলোর কথা
যেদিন গুলোতে ক্লাসের ফাঁকে স্কুলের পূর্ব পাশে কাঁঠাল গাছের নিচে বন্ধুরা সব আড্ডা দিতাম ইচ্ছেমতন করে।

মনে পড়ে সেদিন গুলোর কথা
যেদিন গুলোতে চাদঁনী রাতে খেলার মাঠে বন্ধুরা সব গান গাইতাম চিৎকার করে বেসুরা সুরে

মনে পড়ে সেদিন গুলোর কথা
যেদিন গুলোতে পরিক্ষা শেষে মাঝে মাঝেই বন্ধুরা সব এক হতাম পিকনিকের ছলে।

মনে পড়ে সেদিন গুলোর কথা
যেদিন গুলোতে ওয়াজ মাহফিল শুনতে
ছুটে যেতাম এক গ্রাম থেকে অন্য গ্রামে……!!

মনে পড়ে সেদিন গুলোর কথা
শীতের সকালে প্রাইভেট পড়ার ছলে সবাই মিলে এক হতাম সবুজ ঘাসে শিশিরে পা ভেজাবো বলে….

মনে পড়ে সেদিন গুলোর কথা
একুশে ফেব্রুয়ারিতে সারারাত ফুল কুড়াতাম শহীদ মিনারে দেবো বলে।

মনে পড়ে সেদিন গুলোর কথা
আড্ডা দেবার ছলে রাতে হয়ে যাওয়ায় ভয় পেতাম বাড়ি ফেরার পথে……!!

মনে পড়ে সেদিন গুলোর কথা
যেদিন গুলোতে দেরি করে বাড়ি ফেরায় ভয় পেতাম মা’য়ের বকুনি খাবো ভেবে

মনে পড়ে সেদিন গুলোর কথা
যেদিন গুলোতে বন্ধুরা সব এক হয়ে ঘুরে বেড়াতাম গ্রামের মেঠো পথে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে……..!!

মনে পড়ে সেদিন গুলোর কথা
যেদিন গুলোতে মাঝে মাঝে শীতের সকালে বন্ধুদের সাথে মাছ ধরতে যেতাম কাজলার বিলে……

মনে পড়ে সেদিন গুলোর কথা
যেদিন গুলোতে স্কুল ফাঁকি দিয়ে ছায়াছবি দেখতে যেতাম সিনেমা হলে।

মনে পড়ে সেদিন গুলোর কথা
যেদিন গুলোতে বৈশাখ মাসে বান্নিতে যেতাম খেলনা কেনার ছলে বায়োস্কুব দেখব বলে।

মন্তব্য লিখুন

আরও খবর