কমলগঞ্জ পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে

সেবা ও উন্নতি দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পৌরসভা প্রাঙ্গনে দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়। পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন।

এসময় বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র আনসার শোকরানা মান্না,পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, জসিম উদ্দিন শাকিল, মুসলিমা বেগম,আওয়ামী মহিলা নেতৃ মুন্না রায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান,সাংবাদিক সাজিদুর রহমান সাজু, পৌর সেচ্ছালীগের সভাপতি ছালেহ আহমেদ,সাধারন সম্পাদক আজহার মাহমুদ অপু প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি পৌরসভার সেবা কার্যক্রম,সার্বিক উন্নয়ন চিত্র ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত পৌর নাগরিক ও শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাদিক গাছের চারা বিতরন করা হয়।