শাহরুখ খানের বাড়িতে থাকতে চান? জেনে নিন কত খরচ

প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ , ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে

শাহরুখের এই বাড়ির নাম গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা। যেখানে থাকতে আপনাকে খরচ করতে হবে বিশাল অঙ্কের টাকা।

এই বিলাসবহুল বাড়িতে রয়েছে ছয়টি বড় বড় কামরা। বাড়িটির রং সাদা। প্রবেশের মুখেই ড্রয়িংরুমে রয়েছে বড় একটি সোফা। আর তার পাশেই রয়েছে বই পড়ার ব্যবস্থা। পাশাপাশি রয়েছে সুইমিং পুলও। সঙ্গে মিলবে একটি জাকুজিও।

শাহরুখ খান মাঝেমধ্যে এই বাড়িতে আসেন থাকার জন্য। তবে তিনি বাড়িটি ভাড়াও দিয়ে থাকেন। জানা গেছে, বাড়িটির ভাড়া ভারতীয় মুদ্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা। ইমতিয়াজ আলির জব হ্যারি মিট সেজল ছবিটির শুটিংয়ের সময় দীর্ঘদিন এই বাড়িতে কাটিয়েছেন বাদশা খান।