শিব হবে প্রভাস

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ , ১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে

প্রভাস আবারও পৌরাণিক চরিত্রে ফিরে আসছেন তার ভক্তদের মাঝে। এবার শিব হয়ে আসছেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন ‘আদিপুরুষ’সিনেমার নায়িকা কৃতি শ্যাননের বোন নুপূর শ্যানন।

প্রভাসের নতুন সিনেমার নাম ‘কনাপ্পা’। পরিচালক মঞ্চু বিষ্ণু টুইট করে লেখেন ‘হর হর মহাদেব’। আর এতেই চারদিকে আলোচনা শুরু হয়ে গেছে।

নেটিজেনদের একাংশের দাবি, এ সিনেমা হয়তো শিবের চরিত্রেই দেখা যাবে অভিনেতাকে। যদিও অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

অন্যদিকে শোনা যাচ্ছে, এ সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে নুপুরের। বেশ কয়েক বছর ধরেই বোনের জন্য চেষ্টা করছিলেন কৃতি। অবশেষে কৃতির আলোচিত প্রেমিকের বিপরীতেই দেখা যাবে বোনকে।