‘জাওয়ান’ দেখতে পুরো হল ভাড়া করলো বাংলাদেশি ভক্তরা

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে

ভারত, আমেরিকা, ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্য, সবখানেই ‘জাওয়ান’ জ্বরের প্রভাব দেখা যাচ্ছে। শাহরুখ খানের নতুন এই ছবি নিয়ে আগ্রহ-উন্মাদনা যেন সিনেমা বাণিজ্যের নতুন সংজ্ঞা তৈরি করছে। বাংলাদেশের ভক্তরাও সেই উন্মাদনায় সামিল হচ্ছে। কারণ ‘প্রায়’ ভারতের সঙ্গেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

বাংলাদেশি ভক্তরা ‘জাওয়ান’ দেখতে কতটা উন্মুখ হয়ে আছে, তার একটি দৃষ্টান্ত তৈরি করলো ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ। তারা নিজ উদ্যোগে গোটা একটি হল ভাড়া করেছে ছবিটি দেখার জন্য।

গ্রুপের এডমিন এবং বিশেষ শো’র অন্যতম আয়োজক মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে (যমুনা ফিউচার পার্ক) একটি হল তারা ভাড়া করেছেন। সেখানেই মুক্তির প্রথম দিন ‘জাওয়ান’র প্রথম শো দেখবেন।