সরাইলে চৌরাস্তায় মাস্ক বিতরণ করেন ব্যবসায়ী শরিফ

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ , ১৬ মে ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)

করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা সামাল দিতে সরাইল উপজেলার পথে পথে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ মে) উপজেলা উচালিয়াপাড়ার চৌরাস্তায় সরাইল- লাখাই সড়কে বিকাল থেকে পথচারী, রিকশা, সিএনজি ও মাইক্রোবাস চালকদের কে ঘুরে ঘুরে মানুষজনের মাঝে সচেতনতা সৃষ্টি এবং মাস্ক বিতরণ করেন,স্থানীয় ব্যবসায়ী শর্পাস গ্যালারীতে তাসপিয়া ষ্টোরে’র মালিক মো. শরিফ রেয়াজত।
এ সময় সঙ্গে ছিলেন সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন।
ব্যবসায়ী মো. শরিফ রেয়াজত বলেন, দিনে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ প্রতিরোধে যাদের মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরণ করেছি। করোনাভাইরাসের বিষয়ে সচেতনতামূলক কর্মকাণ্ড করেছি। এছাড়া পথচারী মানুষকে মাস্ক পরিয়ে দিয়েছি।”