ব্রাহ্মণবাড়িয়ায় চার পুলিশসহ একদিনে সর্বোচ্চ ৪০জন করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ , ২ জুন ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় চার পুলিশ সদস্য, দুই সাংবাদিকসহ আরো ৪০জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চার পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো পুলিশ সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে আসা সর্বশেষ রিপোর্টে চার পুলিশ সদস্যসহ একদিনে সর্বোচ্চ ৪০ জনের করোনা পজেটিভ আসে।

এদের মধ্যে নাসিরনগর থানার চার পুলিশ সদস্য ছাড়াও অন্যান্য এলাকার দুইজন চিকিৎসক, একজন সিনিয়র স্টাফ নার্স ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এনিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সর্বমোট ১৭২জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডাঃ সানজিদা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে আসা সর্বশেষ রিপোর্টে জেলায় আরো ৪০জনের করোনা পজেটিভ আসে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে। এদের মধ্যে ৬১ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আইসোলেশনে আছেন ৬৯ জন।
সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব পাইকপাড়ায় তিন জন, মধ্যপাড়ায় তিন জন, শহরের রহমানিয়া মেডিকেলের দুইজন, পৌর এলাকার ভাদুঘরে একজন, দক্ষিণ মৌড়াইলে একজন, মেড্ডা বাসস্ট্যান্ডে একজন, পশ্চিম মেড্ডায় একজন, মসজিদ রোডে একজন, লক্ষীবাজারে একজন, কসবার আড়াইবাড়িতে দুইজন, সাহাপাড়ায় দুইজন (একজন সাংবাদিক), খাড়েরায় একজন, বিনাউটিতে একজন, কল্যাণ সাগর পূর্বপাড়ে একজন, কুটিতে একজন, বাঞ্ছারামপুরের জগন্নাথপুরে দুইজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন, হাই স্কুল মাঠ সংলগ্ন একজন, ভিটি ঝগড়ারচরে একজন, নবীনগরের মধ্যপাড়ায় একজন, ইউএনও অফিসে কর্মরত একজন, উত্তরপাড়ায় একজন, রসুল্লাবাদে একজন, স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, বিজয়নগরের সিঙ্গারবিলের একজন করোনায় আক্রান্ত। তাদেরকে আইসোলেশনে রাখার ব্যবস্থা নেয়া হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ আলমগীর হোসেন জানান, জেলায় প্রথমবারের মতো পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হলেন। ওই আক্রান্তরাসহ আরো কয়েকজন পুলিশের নমুনা নেয়া হয়েছিল। আক্রান্তদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর