“বস্তিবাসীর বেদনার চিত্র”

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ , ৩ জানুয়ারি ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নাফছি জাহান
লেখক : নাফছি জাহান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।

মনের বধ্যভূমিতে নিজ চৈতন্যের অগোচরে
হঠাৎ উন্মদনায় আবির্ভাব ঘটেছিল একগুচ্ছ সুখ স্বপ্ন,
বিপর্যস্ত মনে সুদূর হতেও গুঞ্জরণ শোনা যাচ্ছিল-
অদ্ভূত এক সুখ সাগরের প্রবল ঢেউয়ের উচ্ছ্বাস
বিস্মিত চোখ সুখের তীব্রস্রোত প্রত্যক্ষ করে
উন্মুক্ত করে দিয়েছিল সুখের নিষিদ্ধ রুদ্ধদ্বার,
সুখের প্লাবন নিঃশব্দে স্নিগ্ধ শোভার বিপরীতে
পুনরায় ভরিয়ে দিল ভরাট শূন্যতা।
অন্তঃসারশূন্য মন স্বপ্ন ভাঙ্গার প্রত্যক্ষদর্শী বিধায়
সুখ স্বপনের সাথে বিচ্ছেদ ঘটিয়ে অস্থিরতা আছে আঁকড়ে ধরে,
জরাজীর্ণ মন ক্ষণস্থায়ী আহলাদে দেয়না
পুনরায় নিজেকে বিলিয়ে।
অদ্ভূত কোনো সৌন্দর্য সর্বদা লুকোচুরি খেলা করে মনের সহিত,
অঝোর ধারায় বৃষ্টির আর্শীবাদে গৃহের সর্ব স্থানে
টুপটাপ শব্দে পুনরায় ঝরতে থাকে কষ্টের ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড।
ছোট্ট এক দিয়াশলাইয়ের কারুকার্যে কখনো বা পুড়ে ছাই হয়ে যায়-
বহু বছরের জমিয়ে রাখা সুখ স্বপ্নের পুরোটা অংশ,
এ আঙিনাজুড়ে সুখ দেখা দেয় সাময়িক সময়ের ব্যবধানে
বিস্তৃত নীলাকাশপানে সকলের চক্ষু থাকে চেয়ে
হাহাকার আর দীর্ঘ দীর্ঘশ্বাস জমা থাকে সর্ব অন্তরে।

লেখকের পরিচিতি : নাফছি জাহান
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ও
বাংলাদেশ সি.আই.টি টেকনিক্যাল ইন্সটিটিউট,
কলেজ রোড, বাহ্মণবাড়িয়া
কম্পিউটার ৪২তম ব্যাচ।