কসবায় লকডাউন অমান্য করায় ৮ জনকে জরিমানা প্রশাসন ব্যাপক তৎপর

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ , ২৪ জুলাই ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

কসবা প্রতিনিধি মোহাম্মদ রাসেল মিয়া :

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রশাসন ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছেন। এসময়ে সরকারিভাবে বিভিন্ন ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারিতে সফলভাবে পালিত হয়েছে লকডাউন। জনগণকে লকডাউন মানাতে দিনব্যাপী যথেষ্ট তৎপর ছিল উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। কসবা পৌর সভা , চারগাছ বাজার সহ শহরের বিভিন্ন পয়েন্টে দোকানপাট খোলা রাখার দায়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মোটরবাইক ও দোকানীসহ ৮ জনকে ৬ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন। সহাকারী কমিশনার ভূমি হাসিবা খান বলেন, করোনার মোকাবিলায় সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। তাই সকলকে নিজেদের সুরক্ষার স্বার্থে লকডাউন মেনে চলতে হবে। কসবা থানা পুলিশ, সাংবাদিক ও স্কাউট সদস্যরা অভিযানে অংশ নিতে দেখা যায়।