উজানের পাহাড়ি ঢলে হাওড়ার ভাঙ্গনে আখাউড়ায় ৫ পরিবার ভিটে হারা!!

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ , ১৭ জুন ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক অতি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে হাওড়া নদীর ভাঙন শুরু হয়েছে। হাওড়ার ভয়াল ভাঙনের মুখে পাঁচটি পরিবার হয়ে গেছে বসতভিটেহীন। ভাঙনের চরম ঝুঁকিতে রয়েছে আরো অন্তত ১৩টি পরিবার। এই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা এলাকার।

গত ১০ দিনের ক্রমাগত ভাঙ্গনের কবলে পড়ে উপজেলার মোগড়া ইউনিয়নের টানমান্দাইল উত্তরচর এলাকার পাঁচটি পরিবারের ভিটেমাটি ঘরসহ নানান স্থাপনা বিলীন হয়ে গেছে হাওড়া নদীতে। ভাঙ্গনের চরম ঝুঁকিতে রয়েছে ওই এলাকার আরো অন্তত ১৩টি পরিবার।
হাওড়ার ভাঙনের শিকার হয়ে চরম ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবারের লোকজন জানায়, অতিরিক্ত বৃষ্টিপাত ও ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে এখানে ভাঙ্গন দেখা দিয়েছে। হাওড়ার ভাঙ্গনে আমরা একেবারে নি:স্ব হয়ে গেছি। বসতভিটে ঘর-দরজা আসবাবপত্র সব বিলীন হয়ে গেছে। হাওড়ায় ভেসে গেছে আমাদের বেঁচে থাকার অবলম্বন। আমরা এখন সর্বস্বান্ত। ভাঙ্গনের ভয়াবহতা থামছেই না, যেনো আরো বাড়ছেই। এদিকে সংশ্লিষ্ট এলাকায় ভাঙনের যেই গতি লক্ষ্যণীয় তাতে ঝুঁকিপুর্ণ আরো অন্তত ১৩টি বাড়িও হাওড়ানদীতে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী।এদিকে ক্ষতিগ্রস্থ লোকজন বিষয়টি আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পিকে ভাঙনের কথা জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেছেন