যাত্রীসেবার মান বৃদ্ধিসহ নতুন ট্রেনের দাবীতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অবস্থান কর্মসূচী পালিত

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ , ১৫ ফেব্রুয়ারি ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ছবি - কালের বিবর্তন

জহির রায়হান : ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে আন্তঃনগর নতুন এক্সপ্রেস ট্রেন, কালোনী ও বিজয় ট্রেনের যাত্রাবিরতীসহ ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধির দাবীতে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।

এ সময় ঢাকাগামী কালোনী এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশে করলে আন্দোলনকারীরা ১৫ মিনিটের জন্য ট্রেনটি আটকে দেয়। পরে রেলওয়ে কর্মকর্তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার আশ্বাস দেয়ার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

অবস্থান কর্মসূচীতে জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য্যরে সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, সংগঠনের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, কমরেড নজরুল ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বিপুল পরিমান রাজস্ব আয় হলেও স্টেশনটিতে পর্যাপ্ত যাত্রী সুবিধা নেই।

এছাড়াও স্টেশনটিকে এ ক্যাটাগরিতে উন্নীত করার পাশাপাশি অবিলম্বে দাবী আদায় না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে জানান।

মন্তব্য লিখুন

আরও খবর