মাজেদের প্রাণভিক্ষার আবেদনে রাষ্ট্রপতির নাকচ

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ , ৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের প্রাণ ভিক্ষার আবেদন গ্রহণ করেননি রাষ্ট্রপাতি মো. আবদুল হামিদ। বঙ্গবন্ধু ও তার স্বপরিবারকে হত্যার কারনে তার ফাঁসির দণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।

গত সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বঙ্গবন্ধু হত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী ক্যাপ্টেন আবদুল মাজেদকে গ্রেফতার করে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পলাতক এই আসামীকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এরপর তাকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় মাজেদ অন্যান্য আসামিদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন।তিনি জেল হত্যার সাথেও যুক্ত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর