ভারতীয় সীমান্ত অতিক্রম করে পঞ্চগড়ের তেঁতুলিয়ার রওশনপুর দিয়ে দুটি বন্য হাতি প্রবেশ করেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তিরনইহাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত দিয়ে ইসলামবাগে প্রবেশ করে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টাক্ষেতে অবস্থান করছে হাতি দুটি।
এদিকে সকালে গ্রামের ভেতর হাতি প্রবেশ করার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হাতি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করেছে।
স্থানীয়রা জানান, সকালে দুটি বন্য হাতি রওশনপুর হয়ে দৌলতপাড়া দিয়ে দক্ষিণ কাশিমগঞ্জে প্রবেশ করে। আসার পথে দু-তিনজন কৃষকের গৃহপালিত প্রাণীর ওপর আক্রমণ করে। পরে কাশিমগঞ্জের গ্রামে বেশ কিছু বাড়িতে ঢুকে বৈদ্যুতিক তার, মোটরের তার, টয়লেট, বেড়া, পেঁয়াজ ও ভুট্টাক্ষেতের ক্ষতি করেছে। এ খবর জানাজানি হলে আশপাশে বসবাসকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মুন্নী বেগম ও নাহিদা জানান, সকালে দুটি বন্যহাতি বাড়িতে ঢুকে পড়লে আতঙ্কিত হয়ে পড়ি। বাড়ির বেড়া, বিদ্যুতের তার, মোটরের তার ছিঁড়ে ফেলেছে। এতে কিছু ক্ষতি হয়েছে। আর আমরা আতঙ্কের মধ্যে আছি।
বিট অফিসার নুরুল হুদা বলেন, বাংলাবান্ধার কাশিমগঞ্জে দুটি বন্য হাতির খবর পেয়ে আমাদের বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এসেই জনসাধারণকে নিরাপদে রাখতে হ্যান্ড মাইক দিয়ে দূরে থাকতে বলা হয়। ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাতি দুটি একটি ভুট্টাক্ষেতে রয়েছে।
বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, ভারতীয় সীমান্ত অতিক্রম করে হাতি দুটি আমাদের ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টাক্ষেতে অবস্থান করছে। গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, ঘটনাটি শুনেই ঘটনাস্থলে ছুটে গিয়েছি। বিষয়টি জেলা প্রশাসক, থানা পুলিশ, বন বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, বন বিভাগের লোকজন এলাকায় অবস্থান করছে। কেউই যাতে হাতিগুলোকে বিরক্ত না করে সে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নওগাঁয় যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মীসভা
নওগাঁয় যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে...
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার বিকল্প নেই এড. নুরুজ্জামান...
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার বিকল্প নেই...
জাতীয় সমবায় দিবসে সরাইলে আলোচনা সভা
জাতীয় সমবায় দিবসে সরাইলে আলোচনা সভা
কমলগঞ্জে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত
কমলগঞ্জে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত
গরু চুরির অভিযোগে যুবদলকর্মীসহ তিন চোর গ্রেপ্তার
গরু চুরির অভিযোগে যুবদলকর্মীসহ তিন চোর...
কমলগঞ্জে সার-কীটনাশক হীন ১১ জাতের বিদেশি ধান চাষাবাদে...
কমলগঞ্জে সার-কীটনাশক হীন ১১ জাতের বিদেশি...