ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত ভাষা সৈনিক ও নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মুহম্মদ মুসার স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম সহ আরো অনেকে।
সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও বৃক্ষপ্রেমী মুহম্মদ মুসার জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য লিখুন