“পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে ৩২টি বিদ্যালয়ের অংশগ্রহনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর আনিসুর রহমান, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন সহ আরো অনেকে।
পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী ৩ টি বিদ্যালয়ের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানটির তত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
জহির রায়হান, নিউজ ডেস্ক, কালের বিবর্তন।
মন্তব্য লিখুন