• ভিডিও
  • ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১১ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ফোনসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১১ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ফোনসহ আটক ২

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ , ১১ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারত থেকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১১ লাখ টাকা মূল্যের ১৫৫ টি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার সোনারামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, জেলার নবীনগর উপজেলার আসরাফপুর এলাকার রহিছ মিয়ার ছেলে ইমাম হোসেন (৩৬) ও জেলা শহরের পৈরতলা এলাকার আব্দুল আউয়ালের ছেলে আকরাম (২০)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ সোনারামপুর এলাকার হোটেল ওজান ভাটির সামনে অভিযান চালায়। এসময় একটি প্রাইভেটকারে অভিযান চালানো হলে সেখানে ৮টি বক্সে মোট ১৫৫টি মোবাইল ফোন পাওয়া যায়। পরে দুইজনের কাছে মোবাইলের কাগজপত্র চাওয়া হলে তারা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি।

তিনি আরো জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা এই মোবাইলগুলো ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে।

জহির রায়হান, নিউজ ডেস্ক, কালের বিবর্তন।

মন্তব্য লিখুন