“কারিগরি শিক্ষা গ্রহন করবো নিজের কর্মসংস্থান নিজেই করবো” শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং রিসার্স এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র সংগঠনের সভাপতি ও সিআইটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইন্জিনিয়ার জোবাইর আহম্মেদ রানা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের উপ-পরিক্ষা নিয়ন্ত্রক লায়ন ড. মো: সুলতান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম, হাজী আব্দুল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবির আহমেদ রেজা এবং অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এডভোকেট মোজাম্মেল হক।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলো অনলাইন পোর্টাল “কালের বিবর্তন”।
বক্তারা বলেন, বর্তমান যুগে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার প্রতি জোর দিয়েছেন।
মন্তব্য লিখুন