ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৯ জন আহত

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
সড়ক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া রামরাইলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত নয় যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইলে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বাসটি কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। এ সময় উল্টো দিক থেকে আসা বিপরীতমুখী একটি ট্রাক ক্রসিংয়ের সময় চাপা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

পরে শীতকালীন মহড়ায় থাকা সেনাবাহিনীর সদস্যরা ও জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৯ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাকরিয়া হায়দার এ তথ্য নিশ্চিত করে কালের বিবর্তনকে জানান, একটি বাস খাদে পড়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা স্পটে গিয়ে কোন কোন কিছুই দেখতে পাইনি। তবে বাস খাদে পড়ে কিছু লোক আহত হয়েছে এবং তাদেরকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়দের কথা অনুযায়ী হাসপাতালে গিয়ে জানতে পারি আহতদের মধ্যে নয়জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর