• সারাদেশ
  • চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে মাইকিং ও লিফলেট বিতরণ শুরু করেছে জেলা পুলিশ

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে মাইকিং ও লিফলেট বিতরণ শুরু করেছে জেলা পুলিশ

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ , ১১ এপ্রিল ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ছবিঃ কালের বিবর্তন

সোহেল সজীব চুয়াডাঙ্গা : “করোনাতে ভয় নাই,নিয়ম নির্দেশ মেনে চলুন” এই শ্লোগানে চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনে মাইকিং ও লিফলেট বিতরণ করছে জেলা পুলিশ। আজ শনিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কে মানুষজনকে সচেতন করার জন্য প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে মাইকিং বলা হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনের জন্য আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে। এ সাধারণ ছুটিতে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকলকে ঘরে থাকার অনুরোধ করেন। জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করার আহবান জানানো হয়। নিজে অন্য এলাকায় যাবেন না, অপরকে নিজ এলাকায় আসতে নিরুৎসাহিত করতে বলা হচ্ছে।

মন্তব্য লিখুন

আরও খবর