কিশোরগঞ্জে যাত্রীর স্বজনদের হামলায় স্টেশন মাস্টার আহত হয়েছেন। এ ঘটনার পর এগারসিন্দুর গোধূলি ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রিলিজ স্টেশন মাস্টার এলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কিশোরগঞ্জ রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শনিবার সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি ভৈরব স্টেশনে পৌঁছালে কিশোরগঞ্জ স্টেশন মাস্টার খলিলুর রহমান ও তার স্ত্রী একটি কেবিনে ওঠেন। কিন্তু ওই কেবিনে থাকা এক নারী যাত্রী স্টেশন মাস্টার ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আপনারা টিকিট কেটে উঠছেন কিনা। এ ছাড়াও টিকিট দেখাতে বলেন। ফলে পরের স্টেশন কুলিয়ারচর থেকে স্টেশন মাস্টার তার স্ত্রীর টিকিট কেটে আনেন।
এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ট্রেনটি কিশোরগঞ্জে থামতেই ওই যাত্রীর স্বজনরা স্টেশন মাস্টার খলিলুর রহমানের ওপর হামলা করে। তাকে গুরুতর অবস্থায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
এরপরেই এ ঘটনার জেরে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিটি রুমে তালা লাগিয়ে চলে যান। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়া এগারসিন্দুর গোধূলি ট্রেন বন্ধ করে দেওয়া হয়।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. রফিক মিয়া বলেন, ঘটনার সময় আমি স্টেশনে ছিলাম না। স্টেশন থেকে এ ঘটনা জানানোর পর আমি দ্রুত স্টেশনে রওনা হই। আসার পথে আমাদের বড় স্টেশন মাস্টারকে হাসপাতালে গিয়ে দেখতে পাই গুরুতর আহত হয়েছেন। ওনার একটি হাতে মারাত্মক জখম হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কিশোরগঞ্জ রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নওগাঁয় যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মীসভা
নওগাঁয় যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে...
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার বিকল্প নেই এড. নুরুজ্জামান...
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার বিকল্প নেই...
জাতীয় সমবায় দিবসে সরাইলে আলোচনা সভা
জাতীয় সমবায় দিবসে সরাইলে আলোচনা সভা
কমলগঞ্জে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত
কমলগঞ্জে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত
গরু চুরির অভিযোগে যুবদলকর্মীসহ তিন চোর গ্রেপ্তার
গরু চুরির অভিযোগে যুবদলকর্মীসহ তিন চোর...
কমলগঞ্জে সার-কীটনাশক হীন ১১ জাতের বিদেশি ধান চাষাবাদে...
কমলগঞ্জে সার-কীটনাশক হীন ১১ জাতের বিদেশি...