মেঘনা নদীতে বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা জেল জরিমানা

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 days আগে
ছবি- কালের বিবর্তন

জামাল হোসেন পান্না,নবীনগরঃ গতকাল মঙ্গলবার  দুপুরে ১১ ঘটিকায় নবীনগর উপজেলার মেঘনা নদীর জাফরাবাদ ও নতুনচর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীনগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মো আবু মুছা।

এসময় ইজারায় শর্ত ভঙ্গ করে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২০০০০০(দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।

এছাড়াও নবীনগরের চরলাপাং এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনরত অবস্থায় ৫ টি ড্রেজার ও ১২ জন কে আটক করা হয়।

আটককৃত ১২ জনের মধ্যে ১১ জনকে(কামাল ভূঁইয়া -৫২,আল আমিন ২৮,মোঃ জুবায়ের -৩৭,আব্দুর রহমান -২৬,জসীমউদ্দীন -৩৯,মোস্তফা -৩৬,মোঃ নবীর -২৬,মোঃ হুমায়ুন কবির-৩০,মোঃ খোকন -৪০,মোঃ ইমাম হোসেন -৩৬,মো: আলমগীর -৫৪) বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

এসময় নবীনগর থানা পুলিশ এবং নৌ পুলিশের ২টি দল সহযোগিতা করেন।এই বিষয়ে জানতে চাইলে নবীনগর ( এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।