নালিতাবাড়ীতে বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 days আগে
ছবি- কালের বিবর্তন

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমীনের মনগড়া সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির সিংহভাগ নেতাকর্মী।

সাবেক মেয়র ভিপি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন,নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন।

স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় সাংবাদিকদের সাথে বিএনপির নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি ঠিক তখনি নালিতাবাড়ি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরল আমীন গত ২৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে কিছু ভারসাম্যহীন ও বানোয়াট কথা বলেছেন যা দলীয় গঠনতন্ত্র পরিপন্থী।

যা দলের ইমেজ ক্ষুণ্ণ করেছেন।দলের সিংহভাগ নেতাকর্মীকে চাঁদাবাজির ট্যাগ লাগিয়েছেন। এই অসত্য ও মনগড়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।উল্লেখ্য উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড মহোদয়ের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিরও লিখিত প্রতিবাদ জানান।

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে উপস্থিত নেতৃবৃন্দ বলেন,রাষ্ট্রপতি অপসারণের জন্য কিছু সংখ্যক অনুসারী নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন, সেটাও দলীয় সিদ্ধান্তের বাইরে।এই হঠকারী সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান। এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির ট্যাগ লাগিয়েছেন যা অযৌক্তিক ও অসত্য। আর এই কর্মকাণ্ডের প্রেক্ষিতে জেলা বিএনপি বরাবর অভিযোগ দাখিল করবেন বলেও জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ওসমান গনি, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, শহর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রিপন তালুকদার, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, শেখ মোঃ কাঞ্চন, মানিক মিয়া, সামিদুল হক জামাই, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ সামাদ, ছাত্র দলের সভাপতি আপন সরকার, যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান , যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার , রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, রাজনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদা মিয়া, কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাতেম আলী, নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি রহুল আমিন প্রমুখ।

সভায় উপজেলা-শহর বিএনপি শ্রমিকদল, ছাত্রদল, সহ উপজেলা যুবদল ও শহর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।