সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। চলতি মাসের শুরুর তুলনায় শেষ সময়ে প্রতিটি সবজিই কমপক্ষে ২০-৪০ টাকা দাম কমেছে। এরমধ্যে দামে সেঞ্চুরি হাঁকানো অধিকাংশ সবজিই ৬০-৮০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে।
বিক্রেতারা বলছেন, শীতে আগাম সবজির সরবরাহ বেশ ভালো। আর মৌসুম শুরু হলে এসব সবজির পরিমাণ আরও বাড়বে। তাই সামনের মাসেই সবজির দাম আর কমবে। তবে চড়া দাম শীত মৌসুমের বিভিন্ন শাকের।
সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর কাঁচাবাজার (আজমপুর কাঁচাবাজার) ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, সবজির দোকানগুলোতে ফুলকপি, পাতাকপি, টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙা, কচুর লতি, ঢেঁড়শসহ অন্যান্য সবজি সাজিয়ে রাখা হয়েছে।
এসবের মধ্যে ফুলকপি ও পাতাকপি প্রতিটি ৬০-৭০ টাকা এবং লাউ প্রতিটি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে ৪৫ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ঝিঙা ৭০ টাকা, শিম ১৫০-১৬০, উসতা ৮০ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ৭০-৯০ টাকা, পটল ৭০ টাকা,
মিষ্টিকুমড়া ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, শসা ৬০ টাকা, কচুর ছড়া ৮০ টাকা এবং টমেটো ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এই বাজারের সবজি বিক্রেতা সাদ্দাম হোসেন বলেন, আগের তুলনায় প্রতিটি সবজিই ২০ থেকে ৩০ টাকা দাম কমেছে। আগে বৃষ্টি-বন্যার কারণে বাজারে সবজির ঘাটতি ছিল। এখন আর তেমনটি নেই। শীতের আগাম সবজি অনেক উঠেছে। তাই দামও কমে এসেছে। আগামী সপ্তাহে আরও বেশি সবজি আসবে। তখন হয়তো দাম আরো কমে আসবে।
আব্দুল লতিফ নামের আরেক বিক্রেতা বলেন, কাঁচা মরিচের দামই প্রায় ৪০০ টাকার কাছাকাছি পৌঁছেছিল। এখন মানভেদে ২৪০-২৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর অন্যান্য সবজির দাম তো কমেছেই। শীতের মৌসুমে সবজির সরবরাহ থাকে প্রচুর তাই দামও কম থাকে। আর এখন মানুষজন আগাম অনেক সবজি করছে। যার কারণে এখন আগের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে।
তবে শীতকালীন বিভিন্ন আগাম শাকের দাম অনেক চড়া। প্রতি আঁটি লাউশাক ৫০-৬০ টাকা, পালং শাক ৩০-৩৫ টাকা, লাল শাক ২০-২৫ টাকা, কলমি শাক ৫০ টাকা, কচু শাক ৪০-৪৫ টাকা এবং মুলা শাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
নড়াইলে জাতীয় যুব দিবস পালিত
নড়াইলে জাতীয় যুব দিবস পালিত
বিদ্যুতের তারে জড়িয়ে বুনোহাতির মৃত্যু
বিদ্যুতের তারে জড়িয়ে বুনোহাতির মৃত্যু
গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে
গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে
নালিতাবাড়ীতে আজ সমাপ্তি হচ্ছে খ্রীষ্টধর্মের সর্ববৃহৎ তীর্থ অনুষ্ঠান
নালিতাবাড়ীতে আজ সমাপ্তি হচ্ছে খ্রীষ্টধর্মের সর্ববৃহৎ...
‘জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই’
‘জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই’