করোনায় আতঙ্কিত না হয়ে মানুষের মাঝে সচেতনতার পরিবেশ সৃষ্টি করতে হবেঃ ওসি সাহাদাত

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ করোনায় আতঙ্কিত না হয়ে মানুষের মাঝে সচেতনতার পরিবেশ সৃষ্টি করতে হবে, সরাইল উপজেলায় প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকি থাকলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো।শুক্রবার( ২০ মার্চ) পবিত্র জুম্মা নামাজের আগে সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীর পাড়ার ৮৫ বছর আগের মসজিদের পুর্ণ নির্মাণ কাজের উদ্বোধনের পর এ কথা বলেন তিনি।

সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো বলেন, আপনারা জানেনগত বছরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত করা হয়। এরপর বিশ্বের দেড় শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। প্রাণঘাতী ভাইরাসটির কারণে গোটা বিশ্বে স্থবিরতা দেখা দিয়েছে। তাই আতংক, গুজব, ভয় নয় সচেতনতাই প্রতিরোধের সর্বোত্তম উপায় নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। তিনি এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বিধায় শিক্ষার্থী ও ছাত্র-ছাত্রীরা বাড়ীতে অবস্থান করিবে। কোন শিক্ষার্থী বাড়ীর বাহিরে বের হবেন না,বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাহির হবেন না,কোন সভা সমাবেশ করা যাবেনা।

বিদেশ ফেরত প্রবাসীদেরকে বলেন,দেশের মানুষের ও আপনার নিজের পরিবারের সুস্থতার স্বার্থে ঘর হতে বের হবেন না। কমপক্ষে ১৪ দিন থাকতে হবে নির্দিষ্ট পৃথক ঘরে। পরিশেষে সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে নির্দিষ্ঠ নিয়ম-নেতি পরিস্কার- পরিচ্ছন্নতার মাধ্যমে চললে, ইনশাআল্লাহ মুক্তি পাওয়া যাবে। উক্ত মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, মসজিদ কমিটির মোঃ আজমল হোসেন, মোঃ জয়দর আলী, মোঃ জাহেদ আলী, মোঃ হাদিস মিয়া, আলী আহমদ প্রমুখ।

মন্তব্য লিখুন