লেবাননে আবদুল জব্বার নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মো জুয়েল রানা, মধ্যপ্রাচ্য ব্যুরোঃ-

লেবাননে স্ট্রোকে মারা গেছেন আব্দুল জব্বার নামে (২৯) এক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা। নিহত জব্বার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নলগুড়িয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। দেশে পরিবারে তাঁর স্ত্রী সহ তিনজন সন্তান রয়েছে।

শনিবার রাতে নিজ রুমে গত এক মাসে তৃতীয় বারের মত
স্ট্রোকে আক্রান্ত হলে সহকর্মীরা তাঁকে দ্রুত বৈরুতের শহীদ রফিক হারিরি হাসপাতালে ভর্তি করার কয়েক ঘন্টা পরেই রবিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে আছে।

নিহত জব্বার জীববিকার তাগিদে দীর্ঘ ১০ বছর আগে ইকুলাইন নামে একটি ক্লিনিং কোম্পানির ভিসায় লেবাননে আসে। প্রথমে এক বছর বৈধ থাকলেও পরে অবৈধ হয়ে যায়।

এদিকে তাঁর মৃত্যু সংবাদে পরিবারসহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।বৈরুত দূতাবাস জানিয়েছে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর