দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি সংসদীয় আসনে ৬২৮ ভোটকেন্দ্র ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সেখানে স্থায়ী ও অস্থায়ী মিলে ভোটকেন্দ্রের সংখ্যা ৭৬১। ভোট কক্ষের সংখ্যা ৫ হাজার ৯১ টি। ভোটার ২৩ লাখ ৮৩ হাজার ৫৩৩ জন।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কার্যালয়ের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেন
জেলা পুলিশের একটি তালিকায় উল্লেখ আছে, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ৭৯ টি কেন্দ্রের মধ্যে ৭৪ টিকে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) ১৩৩ টি কেন্দ্রের মধ্যে ১১৪ টিকেই গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারমধ্যে সরাইল উপজেলায় ৭৩ ও আশুগঞ্জ উপজেলায় ৪১টি কেন্দ্র।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ১৯২ টি কেন্দ্রের মধ্যে ১৬৬টি গুরুত্বপূর্ণ কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া ) আসনে ১১৮টি কেন্দ্রের মধ্যে ১১০ টি গুরুত্বপূর্ণ কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১৪৯ কেন্দ্রের মধ্যে ১০০টু গুরুত্বপূর্ণ কেন্দ্র ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ৯১টি কেন্দ্রের মধ্যে ৬৪ গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পরিপত্র অনুসারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ও বিশেষ নজরদারি করা হবে।
পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন আরও বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। মায়ের কোলে শিশু যেভাবে নিরাপদ তেমন ভোটকেন্দ্র ভোটারদের জন্য নিরাপদ। তাই ভোটারদের ভোটকেন্দ্রে আসতে আমরা আহ্বান জানাচ্ছি। কেউ যাতে ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে এবং শান্তি বিনষ্ট করতে না পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে পরিকল্পনা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে ভোটের আগে ও পরে জেলায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয়টি আসনে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করলেও চূড়ান্ত ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩২ জন। কারণ ব্রাহ্মণবাড়িয়া ১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানকে জাতীয় পার্টির প্রার্থী শাহনুল করিম ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামীলীগের প্রার্থী ফয়জুর রহমান বাদলকে এই আসনের স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম মমিনুল হক সাঈদ সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছে।
এতে ব্রাহ্মণবাড়িয়-১ (নাসিরনগর) আসনে চারজন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে সাতজন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আটজন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে তিনজন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ছয়জন, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাছাড়া জেলায় মোট ভোটারের সংখ্যা ২৩ লাখ ৮৩ হাজার ৫৩৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৪১ হাজার ৫১৭ জন, নারী ভোটার লাখ ১১ হাজার ৪২ হাজার ৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।
ব্রাহ্মণবাড়িয়া রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, নির্বাচনে ভোটকেন্দ্রে ২ হাজার ৭২ জন পুলিশের সদস্য থাকবেন। র্যাবের ১৩ প্লাটুনে সদস্য থাকবেন ২৬০ জন। ১৯ প্লাটুনে ৩৮০ জন বিজিবির সদস্য টহল দেবেন।১৯ প্লাটুনে ৩৮০ জন আনসার সদস্য টহল দেবেন। এছাড়া জেলার ৯টি উপজেলায় পুলিশের ৯টি স্ট্রাইকিং ফোর্স ও ৮১টি মোবাইল দল মোতায়েন থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রে থাকবেন ৪৩জন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন ১২জন।
তিনি আরও বলেন, এছাড়াও ৬টি ইলেক্ট্রোরাল কমিটি দায়িত্ব পালন করবেন। ভোটের দিন রেললাইন পাহারায় ৪৪টি পয়েন্টে এবং মহাসড়কের ১১টি পয়েন্টে ৩৬৫ জন আনসার সদস্য কাজ করবেন। প্রতি ভোটকেন্দ্রে এক থেকে দুজন করে পুলিশ এবং আনসার ও ভিডিপির একজন অস্ত্রধারী প্লাটুন কমান্ডার ও একজন সহকারী প্লাটুন কমান্ডার দায়িত্ব পালন করবেন। প্রতি ভোটকেন্দ্রে এক থেকে দুইজন অস্ত্রধারী পুলিশ ও দুইজন অস্ত্রধারীসহ ১২জন আনসার সদস্য থাকবেন। এছাড়া নির্বাচনে সেনাবাহিনীর সদস্যও দায়িত্ব পালন করবেন।
আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন বলেন, প্রতি ভোটকেন্দ্রে ১২জন আনসার সদস্য করে মোট ৯ হাজার ১৩২জন আনসার সদস্য এবং স্ট্রাইকিং দলে ১০৪জন আনসার সদস্য থাকবে। রেলের ৪৪টি ও মহাসড়কের ১১টি পয়েন্টে ৩৬৫জন আনসার সদস্য কাজ করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের নির্দেশ
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ব্যবহার...
গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি গঠন
গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের...
মাত্র ৪৯ দিনে কোরআন হিফজ করলো শিশু হাবিব
মাত্র ৪৯ দিনে কোরআন হিফজ করলো...
নারী ফুটবলারদের সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে : আসিফ...
নারী ফুটবলারদের সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে...
বৈষম্যহীন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি আমরা: প্রধান উপদেষ্টা
বৈষম্যহীন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি আমরা:...
চসিক মেয়র হিসেবে রোববার শপথ নেবেন ডা. শাহাদাত...
চসিক মেয়র হিসেবে রোববার শপথ নেবেন...