এনআরসি’র প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গে পথে নামছে বাম ও কংগ্রেস

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ , ১৯ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতা সংগ্রামী রামপ্রসাদ বিসমিল ও আসফাকউল্লা খানের ‘আত্মবলিদান দিবসে’ ভারতজুড়ে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করে পাঁচ বাম দল ও নানা সংগঠন। নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গে বাম ও কংগ্রেস পথে নামছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানাবে। খবর আনন্দবাজার পত্রিকার।

স্বাধীনতা সংগ্রামী রামপ্রসাদ বিসমিল ও আসফাকউল্লা খানের ‘আত্মবলিদান দিবসে’ ভারতজুড়ে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করে পাঁচ বাম দল ও নানা সংগঠন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই বৃহস্পতিবার মৌলালির রামলীলা ময়দান থেকে এজেসি বোস রোড হয়ে মল্লিকবাজার ঘুরে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বামেরা।

ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভ-সভা আছে এনআরসি-বিরোধী যুক্ত মঞ্চের। আর প্রদেশ কংগ্রেস মিছিল করবে টিপু সুলতান মসজিদ থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে রামমন্দির পর্যন্ত।

কিন্তু তিনদিন মিছিলের পরে বৃহস্পতিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরেই কংগ্রেস ও যুক্ত মঞ্চের কর্মসূচির অনুমতি বাতিল করেছে পুলিশ। আর বামদের বলা হয়েছে, সিআইটি রোড ধরে পার্ক সার্কাস যেতে।

পুলিশের বাধা উপেক্ষা করেই তিন কর্মসূচি আজ বহাল থাকছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রী চাইছেন, শুধু তিনিই প্রতিবাদ করবেন। আর কেউ কিছু করবে না! নির্ধারিত রাস্তাতেই আমাদের মিছিল হবে।’

প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, ‘অনুমতি ছাড়াই ভিক্টোরিয়া হাউসের উল্টো দিকে জড়ো হয়ে আমরা মিছিল শুরু করব।’

মন্তব্য লিখুন

আরও খবর