শেরপুর-২ আসনের আ.লীগের মনোনয়ন ফরম জমা করলেন বেগম মতিয়া চৌধুরী।

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ , ১৯ নভেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-০২ (নকলা- নালিতাবাড়ী ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক সফল কৃষি মন্ত্রী, সংসদ উপনেতা অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী। ১৮ (নভেম্বর) শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করে ১৯ নভেম্বর রবিবার জমা করেন।

বিষয়টি নিশ্চিত করে নকলা নালিতাবাড়ীর উপজেলা আওয়ামীলীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেন, এই দুই আসনে আমাদের নেত্রী ১৯৯১ সাল থেকে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে রয়েছেন। উল্লেখ্য ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সাল মোট ৫ বার এমপি নির্বাচিত হয়েছেন ।

আমরা আমাদের প্রিয় অভিভাবক অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী আপার জন্য দলের মনোনয়ন ফরম সংগ্রহ করে আজ জমা দিয়েছি। উদ্দেশ্য একটায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে যে উন্নয়ন ধারাবাহিকতা রয়েছে তা সফলতায় রুপ দেওয়ার জন্য নকলা- নালিতাবাড়ী আসনে অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর বিকল্প নাই।

আমরা উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবো। আরও বলেন সংবিধান অনুযায়ী নির্বাচন দেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান অগ্নি কন্যা বেগম মতিয়া চৌধুরী।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল, নকলা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহামেদ বকুল, হাজী মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব,জাহাঙ্গীর আলম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ত্রান ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার,উপজেলা আওয়ামিলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও জানাগেছে এখন পর্যন্ত শেরপুর২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬ জন।