• ছবিঘর ফিচার
  • নরসিংদীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

নরসিংদীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ , ১৯ নভেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় সুমি আক্তার (২২) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী রুপন আহাম্মেদ পলাতক রয়েছে। রবিবার দুপুরে ঘোড়াশাল মিয়া পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সেখানে তারা ভাড়ায় বসবাস করতো বলে জানা গেছে। নিহত সুমি আক্তার মিয়া পাড়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে। অপরদিকে অভিযুক্ত রুপন আহাম্মেদ একই গ্রামের রহিম মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সুমি আক্তার গত দুই বছর ধরে প্রবাসে চাকরি করে আসছিল। গত দেড় মাস আগে ছুটিতে বাড়িতে আসলে তার স্বামী রুপনের সাথে টাকা-পয়সা নিয়ে বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ লেগে থাকতো। গতকাল রাতে কোনো একসময় ঝগড়ার একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহটি খাটের নিচে রেখে পালিয়ে যায় স্বামী।

পরে সকালে পরিবারের লোকজন সুমি আক্তারের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে খাটের নিচে মরদেহটি দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুপন আহাম্মেদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।