নিউজিল্যান্ড-ভারত ম্যাচে কোহলির ৩ রেকর্ড

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ , ১৫ নভেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন বুধবারের ম্যাচে। নিজের আইডল শচীনের গড়া ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে করেছেন ৫০ সেঞ্চুরির নতুন এক রেকর্ড। ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন এই ভারতীয় ব্যাটারের। এবারের বিশ্বকাপেই অবশ্য একাধিকবার সুযোগ এসেছিল বিরাটের সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষেই গ্রুপপর্বে খেলেছিলেন ৯৫ রানের ইনিংস। সুযোগ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও। সেদিন ৮৮ রানে থামতে হয় তাকে।

সেমিফাইনালের মত বড় মঞ্চে আগে কখনোই ভাল কিছু করা হয়নি তার। আগেরদিন কলকাতায় নিজের জন্মদিনে কিছুটা ধীরগতিতে খেলেছিলেন বিরাট। সেমিফাইনালে যেন সেসব বিতর্কই মিটিয়ে ফেলতে চাইলেন। শুরু থেকে সাবধানী ছিলেন সত্য। তবে সময় বুঝে নিজের ইনিংসে গতি এনেছেন। রান তুলেছেন নিজের স্বভাবসুলভ শট দিয়ে।

মন্তব্য লিখুন

আরও খবর