ভয়াল সেই রাত

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ , ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

রাতের অন্ধকার বিদীর্ণ করে হঠাৎ কটকটে বুটের আওয়াজ, হায়েনাদের অতর্কিত হামলা ধানমন্ডির ৩২ নাম্বারে।
যেখানে নিদ্রামগ্ন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বাঙালীর প্রাণপুরুষ।
চারিদিকে শুরু হলো পৈশাচিক বর্বর হামলা, কলঙ্কের চাদরে ঢেকে গেলো আকাশের চাঁদ।

শেখ পরিবারের রক্তের কালিতে, এক এক করে কলঙ্কিত হতে লাগলো ইতিহাসের প্রতিটি অধ্যায় ।
ছোট্ট শিশু শেখ রাসেলের নিস্পাপ আর্তনাদও হেরে গেলো বর্বর উন্মাদনার কাছে।

নিঃশব্দে আর্তনাদ করতে লাগলো ৩২ নাম্বারের প্রতিটি দেয়াল প্রতিটি আসবাবপত্র।
শহীদের রক্তের হুলিয়ায় নিজস্বতা হারালো দেয়ালের প্রতিটি রঙ। শত চেষ্টা করেও কোনো ধরনের সহযোগিতা পেতে ব্যর্থ হলেন বাংলার খোকা, কোনো কিছু বুঝে ওঠার আগেই হায়েনাদের বুলেটে জর্জরিত হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান।

রাত শেষে অনেকটা কষ্ট নিয়েই উদিত হলো রক্তিম সূর্য,
বাঙালি হারালো তাঁদের মহান নেতা, রচিত হলো ইতিহাসের কালো অধ্যায়।

লেখক, মোঃ আজিজুর রহমান
সহকারী শিক্ষক
কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।