নওগাঁয় ৫০০ পরিবার পেল খাদ্য সামগ্রী

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে

নওগাঁয় ৫০০ জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রানীনগর উপজেলা অডিটোরিয়ামে ফ্রান্স ভিত্তিক দাতা সংস্থার অর্থায়নে সোস্যাল এইড এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

প্রধান অতিথি হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি হাফিজুর রহমান।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, সোস্যাল এইড এর পরিচালক মোহাম্মদ আলী সোহেল ও প্রজেক্ট স্পেশাল্টি ইসাহাক এম সোহেল, রানী’র প্রধান নির্বাহী ফজলুল হক খান এবং এটিএন বাংলা ও এটিএন নিউজ এর নওগাঁ প্রতিনিধি রায়হান আলম উপস্থিত ছিলেন।

পরে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ৫ লিটার সয়াবিন তেল ও ৩০টি মুরগির ডিম দেওয়া হয়।