মৌলভীবাজারে চুলা কারখানা থেকে অজগর সাপ উদ্ধার

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ , ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চুলা কারখানা থেকে ১টি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় বন্ধুচুলা কারখানার লোকজন অজগরটিকে দেখতে পেয়ে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল অজগর সাপটিকে উদ্ধার করেন।

এলাকাবাসী জানায়, অজগর সাপটি বাড়িতে ঢুকে হাসঁ-মুরগি খেয়ে মানুষকে অতিষ্ঠ করে তুলছিল অবশেষে সাপটি ধরা পড়েছে।

সজল দেব জানান, কয়েকদিন ধরে একটি অজগর সাপ মানুষের গৃহপালিত হাঁস-মুরগি খেয়ে আসছিল। এ কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। অবশেষে সেই অজগর সাপটিকে বন্ধুচুলা কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। সাপটিকে বন বিভাগ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

বন্য প্রাণী শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আটককৃত অজগর সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।সাপটি সুস্থ থাকায় অবমুক্ত করা হয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে।