নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু সিয়ামের

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুর থেকে সিয়াম নামে দুই বছরের শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে তার পরিবারের লোকজন। সিয়াম তার মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে আসে। বিকালে পরিবারের সদস্যদের অগোচরে সিয়াম আমার বাড়ির পুকুরে পড়ে যায়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর (দরবেশ নগর) গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া সিয়াম বাহুবল থানার মিরপুর ইউনিয়নের বুগলী গ্রামের দুবাই প্রবাসি বিল্লাল হোসেনের ছেলে।

শিশু সিয়ামের নানা রুহুল আমিন জানান,আমার মেয়ে সাথে নাতি বেড়াতে আসে। শুক্রবার বিকেলে পরিবারের সকল সদস্যরা ঘুমে ছিলেন। হঠাৎ করে শিশু সিয়ামের বড় বোন রামিসা (৭) চিৎকার করতে বলতে থাকা সিয়াম পুকুরে ভেসে ওঠছে।

তখন আমরা দ্রুত গিয়ে বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে সিয়ামকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সনি কুমার সাহা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুটির মৃত্যু হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর