ভারতে নৌকাডুবি, ১৮ শিশু নিখোঁজ

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
প্রতিকী ছবি

ভারতের বিহারে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত ১৮ শিশু নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজ্যের মুজাফফরপুর জেলার বাগমতি নদীতে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, নৌকায় করে ৩৪ শিশু তাদের স্কুলে যাচ্ছিল। ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল তল্লাশি অভিযান শুরু করেছে।

রাকেশ কুমার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পর পর জেলার জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ক্ষতিগ্রস্থ শিশুদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।