আখাউড়া স্থলবন্দরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামী আটক

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ , ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশকালে মোহাম্মদ বাদল রিয়াজ (৪৮) নামের এক হত্যা মামলার আসামীকে আটক করে পুলিশ। বুধবার বিকাল ৫টার দিকে আখাউড়া ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

বাদল রিয়াজ তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মোঃ রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি কুমিল্লা জেলার তিতাস উপজেলার আলোচিত যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার মামলার ৫নং আসামী।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মোঃ হাসান আহমেদ ভূইয়া জানান, পূর্বশত্রুতা ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের জেরে চলতি বছরের ৩০ এপ্রিল রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে যু্বলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই হত্যা মামলার ৫ নম্বর আসামী ছিলেন বাদল রিয়াজ। দীর্ঘদিন দুবাই থেকে ভারত হয়ে বাংলাদেশে বিকালে প্রবেশের সময় তার পাসপোর্ট নম্বরটি কালো তালিকাভূক্ত থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

উল্লেখ্য, পূর্বশত্রুতা ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের জেরে চলতি বছরের ৩০ এপ্রিল রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে যু্বলীগ নেতা জামাল হোসেন (৪০) কে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বোরকা পরে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত কাছ থেকে তাঁকে গুলি করে।

জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের জিয়ারকান্দি নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তবে গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

মন্তব্য লিখুন

আরও খবর