আয়মান সাদিক ও মুনজারিন বিয়ে করছেন

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ , ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে

বিয়ের পিঁড়িতে বসছেন দেশের অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুলে’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। পাত্রী একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ।

তাদের বিয়ের একটি কার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের ছেলে আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের মেয়ে মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা লেখা রয়েছে।

আগামী ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা ক্যান্টনম্যান্টের সেনাকুঞ্জে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে বলে জানা গেছে।