নওগাঁর শহিদুল পেলেন আইসিটি গ্রীন অ্যাওয়ার্ড

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ , ১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

গ্রীন ক্লাইমেট লিডারশীপ অ্যাওয়ার্ড ও উঈঋ গ্রীন উদ্যোক্তা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে সফল আইটি উদ্যোক্তা ও আইসিটি গ্রীন অ্যাওয়ার্ড পেয়েছেন নওগাঁর শহিদুল ইসলাম ফেরদৌস। সোমবার সন্ধ্যায় ঢাকার আইডিইবি ভবনে প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর পরিবর্তে অ্যাওয়ার্ড প্রদান করেন অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন।

অনূভতি ব্যক্ত করে শহিদুল ইসলাম ফেরদৌস বলেন, আমি অফ লাইন ও অনলাইনে অনেক উদ্যোক্তাদের ট্রেনিং করানোর মধ্য দিয়ে অন-লাইন বিজনেস পরিচালনার খুটিনাটি সব শিক্ষা দিয়েছি প্রায় ৪-৫ বছর ধরে। ফ্রিলান্সিং এর পাশাপাশি তরুন উদ্যোক্তাদের অনলাইনে সাপোর্ট দিতে পেরে আমি আনন্দিত। আমি IT Bari Naogaon Trusted IT Service নামে অনলাইনে দুইটি প্রতিষ্ঠান গড়ে তুলেছি। যেটা ই-কমার্সে অবদান রাখছে। উদ্যোক্তাদের নানা রকম সমস্যা সমাধান করে দেয় আমার এই প্রতিষ্ঠান। ডিজিটাল মার্কেটিং সহ Website, Video Edit, Business Promotion  সহ ইত্যাদি কাজ আমি করি। বিশ্বস্ততা ও ধৈর্যের সাথে কাজ করেছি বলে আজকের এই অ্যাওয়ার্ডটি পেয়েছি। সরকারি কোনো সহযোগিতা পেলে বড় আকারে গড়ে তুলবো ফ্রিলান্সিং একাডেমি সেখানে ফ্রিলান্সিং শিখে বেকারদের কর্মসংস্থান এর সুযোগ হবে।

তিনি আরও বলেন, অনলাইনে বিজনেস পরিচালনার জন্য প্রাথমিক প্রশিক্ষণ না নিলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। প্রশিক্ষণ নিয়ে চাইলেই ফ্রিলান্সার হতে পারে যুবকেরা তবে এখানে শ্রম সময় ও ধৈর্য ধরে লেগে থাকলে সফল হওয়া সম্ভব। আমাকে অ্যাওয়ার্ড দেয়ার জন্য ডিভাইন কেয়ার ফাউন্ডেশন ও হস্তশিল্প ট্রেনিং গ্রুপকে ধন্যবাদ জানাই।

হস্তশিল্প ট্রেনিং গ্রুপের এডমিন অনিক দে বলেন, শহিদুল ইসলাম ফেরদৌস একজন সেরা আইটি Website। আমি তার থেকে কয়েকটি Expert ও অন লাইনের অনেক কাজ করে নিয়েছি সে সফলতার সহিত কাজগুলো সম্পূর্ণ করেছে। তার জন্য সব সময় শুভ কামনা থাকবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ডা.শাহজাহান মাহমুদ, উদ্ভোধক ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল খান নিখিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ন কুমার ঘোষ, শিল্প মন্ত্রণালয় এর যুগ্ন-সচিব নুরুজ্জামান এনডিসি, বাংলাদেশ কুটির শিল্প করপোরেশন সহকারী  প্রধান নকশাবীদ শাহিনা ইসলাম, তালুকদার গ্রুপ এর চেয়ারম্যান এম আহম্মেদ তালুকদার, গ্রিন অ্যাম্বাসেডর ডিভাইন কেয়ার ফাউন্ডেশন এর  দয়াল চন্দ্র, ডিভাইন কেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান গৌতম সরকার, ভাইস চেয়ারম্যান কণিকা সরকার,  এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫শতাধিক উদ্যোক্তা উপস্থিত ছিলেন। অনুষ্টানটি ডিভাইন কেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে ও হস্তশিল্প ট্রেনিং গ্রুপের সৌজন্যে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

মন্তব্য লিখুন

আরও খবর