বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, ময়নাতদন্তের আগে হাসপাতাল থেকে লাশ গায়েব

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ , ১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া মুজাহিদ (১৭) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ হাসপাতাল থেকে গায়েব হয়ে গেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে লাশটি গায়েব হওয়ার ঘটনাটি ঘটে। এতে বিষয়টি উদ্বিগ্নতা সৃষ্টি হয় হাসপাতার প্রাঙ্গণে

জানা যায়, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হওয়ার মুজাহিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার মডেল মনজিদের নির্মাণ শ্রমিক ছিলেন। সোমবার (১১ সেপ্টেম্বর) জেলা শহরের পৌরসভার কার্যালয়ের সামনে নির্মাণ হওয়া জেলা মডেল মসজিদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মুজাহিদ। সেসময় সহকর্মীরা সেখান উদ্ধার করে হাসপতালে নিয়ো আসলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদকে মৃত ঘোষনা করে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাতে বলা হয়। কিন্তু কয়েক মিনিটের মধ্যে মুজাহিদের ময়নাতদন্ত করিয়ে চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের অগোচরে লাশটি গায়েব করে ফেলা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের স্টাফদের ভাষ্য, অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে, নিয়ম অনুযায়ী চিকিৎসক মৃত ঘোষণা করার পর জরুরি বিভাগ থেকে পুলিশকে জানিয়ে মরদেহ মর্গে পাঠানো হয় এবং মৃত্যু সনদ প্রদান করা হয়। কিন্তু বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শ্রমিকের মরদেহটি গোপনে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে।

তবে লাশটি কারা নিয়েছে এমন প্রশ্নে স্টাফরা জানান, মুজাহিদকে যারা নিয়ে এসেছে তারাই হয়ত লাশটি সরিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গের ইনচার্জ (ডোম) আশরাফুল ইসলাম সুমন বলেন, অস্বাভাবিকভাবে মৃত্যু হওয়া একটি লাশ মর্গে নিয়ে যেতে ফোন এসেছিলো। মাত্র ৫ মিনিটের ভেতরে মর্গ থেকে ট্রলি নিয়ে এসে লাশটির খোঁজ করলে জরুরি বিভাগে পাওয়া যায় নি। বিষয়টি আমি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, মরদেহ হাসপাতাল থেকে গায়েব হওয়ার বিষয়টি জেনেছি। সেখানে আমাদের দায়িত্বরত পুলিশ রয়েছে। মরদেহটি খুঁজে বের করতে তারা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।

মন্তব্য লিখুন

আরও খবর