মৌলভীবাজারে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-৩

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ , ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর ও কমলগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

ডিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এসআই ইফতেখার ইসলাম ও এএসআই সাহাব উদ্দিনসহ ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের গোবিন্দশ্রী টাকার হাজী ইয়াকুব রোডের সায়রা ভিলার সামনে অভিযান পরিচালনা করে সুমন আহমেদ কাউসার (২১) নামে একজনকে আটক করা হয়।

এসময় আটককৃত সুমনের দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত সুমন আহমেদ কাউসার মৌলভীবাজার পৌরসভার পূর্ব গোবিন্দশ্রী এলাকার মালেক আহমেদের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অপর এক অভিযানে কমলগঞ্জ থানার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫ পিস ইয়াবাসহ মো. আক্তার (৩০) ও ইলিয়াস মিয়া (৩৮) নামে দুজনকে আটক করা হয়।

শনিবার দিবাগত রাতে এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবির একটি দল কমলগঞ্জ থানার ১নং রহিমপুর ইউনিয়নের পশ্চিম কালেঙ্গা এলাকার আটককৃত ইলিয়াস মিয়ার দোকানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃত দুজনকে তল্লাশি করে আক্তারের কাছ থেকে ২০ পিস এবং ইলিয়াস মিয়ার কাছ থেকে ৪৫ পিসসহ মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কমলগঞ্জ ও মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে এক প্রেস রিলিজের মাধ্যেমে বিষয়টি জানান জেলার পুলিশ মিডিয়া সেন্টারে দায়িত্বরত কর্মকর্তা এস আই মাহমুদ।