একাডেমি কাপ অনুর্ধ-১৫ ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল 

ট্রাইবেকারে রাজনগরের মুন্সীবাজার ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ , ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগান মাঠে বাফুফের উদ্যোগে শমশেরনগর ফুটবল একাডেমির আয়োজনে প্রথম আসরের একাডেমি কাপ অনুর্ধ-১৫ ফুটবল টূর্ণামেন্টে ট্রাইবেকারে রাজনগরের মুন্সীবাজার ফুটবল একাডেমি জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় ১-১ গোলে অমীমাংসিত হলে ট্রাইবেকারে ৪-৩ গোলে রবির বাজার ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিন হয়েছে মুন্সীবাজার ফুটবল একাডেমি।

টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে প্রশিক্ষক ও ট্যাকনিকেল কমিটির সদস্য মো. মাহবুবুল আলম পলো, শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ, শমশেরনগর চা বাগানের সহকারী ব্যবস্থাপক কাউসারুজ্জামান, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল,শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শামীম আকন্জী,ব্যাংকার সালাউদ্দিন ও রিপন মজুমদার প্রমুখ।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা ১-১ গোলে শেষ হলে সরাসরি ট্রাইবেকারে ৪-৩ গোলে মুন্সীবাজার ফুটবল একাডেমি রাজনগর রবির বাজার ফুটবল একাডেমিকে পরাজিত করে একাডেমি কাপ অনুর্ধ-১৫ ফুটবল একাডেমি এ চ্যাম্পিয়ন হয়েছে।

উল্লেখ্য বাংলাদেশ ফুটবল একাডেমি (বাফুফে)-র উদ্যোগে প্রথমবার কমলগঞ্জের শমশেরনগর চা বাগান মাঠে মৌলভীবাজার জেলার বাফুফের রেজিষ্ট্রেশনকৃত ৮ টি দলের অংশ গ্রহণে গত ১৯ আগস্ট বয়স ভিত্তিক একাডেমি কাপ অনুর্ধ-১৫ ফুটবল টূর্ণামেন্ট -২০২৩ উদ্বোধন হয়েছিল।

বাফুফে প্রশিক্ষক ট্যাকনিকেল কমিটির সদস্য মো. মাহবুব আলম পলো বলেন, এ আসরের অংশ গ্রহণকারী ৮টি দল থেকে ২৫ জন ফুটবলার বাছাই করা হয়েছে। তারা ঢাকায় প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। তাছাড়া শমশেরনগর চা বাগান মাঠে বাফুফের প্রশিক্ষক পাঠিয়ে এক মাসের একটি প্রশিক্ষণের ব্যনস্থা করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর