জামালগঞ্জে প্রাথমিকের শ্রেষ্ঠ মহিলা শিক্ষিকা ওয়াহিদা

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ , ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’ এর জামালগঞ্জ উপজেলায় প্রাথমিকের সেরা মহিলা শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সহকারী শিক্ষিকা ওয়াহিদা চৌধুরী।

শিক্ষার্থীদের ক্লাসমুখী করাতে নিয়েছেন নানামুখী পদক্ষেপ। শিক্ষার প্রসারে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। জাতি গড়ার মহৎ কাজের স্বীকৃতি স্বরূপ তিনি জামালগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মহিলা শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।

নোয়াগাঁত্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ওয়াহিদা চৌধুরী শিক্ষার্থীদের মাঝে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তার সাফল্যের জন্য জামালগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক), প্রধান শিক্ষক, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সহকারী শিক্ষিকা ওয়াহিদা চৌধুরী বলেন, পুরষ্কার পাওয়ার মাধ্যমে আমার দায়িত্বটা আরো বেড়ে গেল। এই পেশায় এসেছি ভালোবেসে এজন্য ছাত্র/ছাত্রীদের যতটা সময় দেওয়া সম্ভব তার সবটুকুই দিতে চাই।

ওয়াহিদা চৌধুরী একজন শিক্ষার্থী বান্ধব শিক্ষক। শ্রেণিকক্ষে তিনি যথেষ্ট সময় দেন। এ ব্যাপারে তিনি অতুলনীয়। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের যতটা দেওয়ার কথা, তিনি তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করেন। এবং শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নে তার বিশেষ ভূমিকা রয়েছে।

উল্লেখ্য, তিনি জামালগঞ্জ উপজেলার প্রথম আইসিটি এম্বাসেডর (প্রাথমিক) হিসেবে দীর্ঘদিন যাবত সুনামের সহিত কাজ করে যাচ্ছেন ও করোনাকালীন শিক্ষা ব্যবস্থায় বিশেষ অবদান রাখায় জেলা প্রশাসন কর্তৃক করোনা যোদ্ধা সম্মাননা লাভ করেন। এছাড়াও তিনি বাংলা বিষয়ে মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য লিখুন

আরও খবর