নতুন সিনেমায় মিথিলা

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ , ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে

ঢাকার অভিনেত্রী হয়েও নিজ দেশের চেয়ে কলকাতার সিনেমাতেই বেশি দেখা গেছে রাফিয়াথ রশিদ মিথিলাকে। সেই ধারাবাহিকতায় আবারো কলকাতার নতুন সিনেমায় অভিনয় করছেন এ তারকা। সিনেমার নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। এটি পরিচালনা করবেন দুলা দে।

গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে নির্মিতব্য এ সিনেমায় মিথিলাকে দেখা যাবে নার্সের চরিত্রে। মিথিলা প্রসঙ্গে পরিচালক বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেননি। চরিত্রটি নিয়ে দেড় বছর আগে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন তিনি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। কলকাতা ছাড়া সিনেমাটির শুটিং হবে বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে।