পুলিশের বিশেষ অভিযানে

কসবায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ , ৮ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় একটি ঘরের ভিতর থেকে ১২৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের সুমন মিয়ার চৌচালা টিনের ঘর থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের সুমন মিয়ার স্ত্রী খাদিজা আক্তার স্বপ্না (২১) ও আব্দুল সাত্তারের ছেলে রবিউল হাসান (২২)।

পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে জাজিরা গ্রামের সুমন মিয়ার ঘর তল্লাশি চালায় পুলিশ। এসময় ঘরের ভিতরের একটি রুমের খাটের নিচ থেকে ১২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযুক্ত সুমন পালিয়ে গেলেও দুইজকে গ্রেপ্তার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন কালের বিবর্তনকে জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে কসবা থানা পুলিশ নিয়মিতভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত দুইজনসহ মোট ৭ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।