হেরোইনসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে

গাজীপুরের টঙ্গী ও ঢাকার ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

পাঁচ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মাদক সম্রাট মো. আব্দুর রশিদ ওরফে কাইল্যা রশিদ (৩৮) ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী ও ঢাকার ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো মো. সোহেল রানা (৩৫) ও শিল্পী বেগম (৪০)।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মাদক ব্যবসায়ী। এ তিনজন বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুরের টঙ্গীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।