ষড়ঋতুর এই বাংলাদেশে ঋতুভেদে নানান বৈচিত্র্যময় মনোমুগ্ধকর দৃশ্যের পসরা দৃশ্যমান হয়। একেক ঋতুতে প্রকৃতি সাজিয়ে বসে ভিন্ন ভিন্ন রূপের পসরা। সেই ধারাবাহিকতায় বর্ষা এবং শরৎ কাল জুড়েই দেশের বিল-ঝিল, মুক্ত জলাশয়-জলাধার, ছোট-বড় পুকুর, হাওড়-বাওড়ে অনাবিল সৌন্দর্য্য আর ভালোবাসার প্রতীক হয়ে ফোটে শাপলা ফুল।
রাস্তার পাশে জলাশয়ে সকালের নতুন সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে সদ্য ফোঁটা লাল শাপলার হাসি মুখের মুখোমুখি হলে মুহূর্তের জন্য হলেও ক্লান্ত আর জীর্ণ শীর্ণ এই জীবনধারায় কিছুটা হলেও গতিময়তা আর নতুনের সঞ্চার ঘটে। জীবনের দূষিত রক্তস্রোতে আনন্দ আর নতুনের সঞ্চার করাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন জলাশয়ে স্বল্প পরিসরে ফুটেছে লাল (রক্ত) শাপলা ফুল।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের জলাশয়ের অগভীর পানিতে সেই রক্ত শাপলার চোখ জুড়ানো হাসির দেখা মিললো। শুধু ফুলই নয় বরং ফুটন্ত ফুলের পাশেই আরও কলি পানি থেকে মাথা বের করে পূর্ণ ফুল হয়ে ফোঁটার প্রহর গুনছে। ভোরের সূর্যের আলোয় ফুটন্ত শাপলার চোখ জুড়ানো হাসি আশপাশের পরিবেশকে যেন আরও আলোকিত করে দেয়। মুগ্ধতা ছড়িয়ে পরিবেশকে আরও আপন করে নেবার আয়োজন স্পষ্টত উপচে পড়ছে। প্রকৃতি যেন তার নিজ হাতে ফুটন্ত লাল শাপলার হাসিকে সাজিয়ে দিয়েছে। লাল শাপলা যখন বিলুপ্তির পথে তখন শহরাঞ্চলের জলাশয়ে এমন লাল শাপলার উপস্থিতি সুন্দরের প্রবাহকে সমুন্নত করছে বহুগুণে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালের মাঝামাঝি সময়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর মাধ্যমে আখাউড়া পদ্ম বিল থেকে দুই ট্রাক এঁটেল মাটিসহ লাল শাপলার চারা এনে এই জলাশয়ে রোপণ করা হয়। এরপর থেকে নিয়মিত পরিচর্যায় ফুটে উঠে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা জলাশয়ের নয়নাভিরাম লাল শাপলার সমারোহ।
পরিসরের দিক থেকে ঠিক ততটা বিস্তৃত না হলেও প্রায় অর্ধশত লাল শাপলার উপস্থিতি নজর কাড়ে পথচারীদের। এখানে শাপলার পাতায় প্রতিনিয়তই রঙিন প্রজাপতি আর ভ্রমরের ওড়াউড়ি ভিন্ন এক সৌন্দর্য তৈরি করেছে। সেই দৃশ্য অবলোকনে দর্শনার্থীদের সঙ্গে প্রকৃতিও যেন অপার আনন্দে মেতে ওঠে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো: শাহগীর আলম মুঠোফোনে বলেন, শুধু জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফোঁটা শাপলা নয়, সারা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি মনোরম নগরীতে যেন পরিণত করতে পারি আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
চিকিৎসার জন্যে খালেদা জিয়াকে জার্মানি নেয়ার প্রস্তুতি
চিকিৎসার জন্যে খালেদা জিয়াকে জার্মানি নেয়ার...
চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে...
ঝিনাইগাতীতে জেলা বিএনপির সভাপতিসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা:...
ঝিনাইগাতীতে জেলা বিএনপির সভাপতিসহ ৬৭ জনের...
গাঁজাসহ মসজিদের ইমাম আটক
গাঁজাসহ মসজিদের ইমাম আটক
নওগাঁয় পুকুর নিয়ে বিবাদে ঘর বাড়ি লুট, জখম-২
নওগাঁয় পুকুর নিয়ে বিবাদে ঘর বাড়ি...
আমেরিকার কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি: খাদ্যমন্ত্রী
আমেরিকার কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়...