সালমানের ‘ফ্লপ’ ছবি, হাসছে দর্শক!

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ , ২৪ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে

রোজার ঈদে ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। কিন্তু বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেননি ভাইজান। দুর্বল চিত্রনাট্য, অভিনয় ও নির্মাণের কারণে কড়া সমালোচনার মুখে পড়ে ছবিটি। আর বক্স অফিসে বাজেটের ২২৫ কোটি রুপির ধারেকাছেও যেতে পারেনি!

মুক্তির চার মাস পর সালমানের সেই ফ্লপ ছবি আসছে বাংলাদেশে। আগামী ২৫ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। ছবিটি আমদানি করেছে মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স। ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র নিয়ে মুক্তির প্রস্তুতি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। এক দিন পরই বড় পর্দায় উঠছে ছবিটি।