পাকিস্তানে বাস-পিকআপ সংঘর্ষে ১৬ জন নিহত

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ , ২০ আগস্ট ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে

পাকিস্তানের পিন্ডি-ভাট্টিয়ান শহরের কাছে একটি যাত্রীবাহী বাস ও পিকাআপ সংঘর্ষে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় আহত হন আরও ১৫ জন। পিকআপটি ডিজেল পরিবহন করছিল। ঘটনাটি ঘটে রবিবার (২০ আগস্ট) ভোর ৪টার দিকে।

সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানা গেছে, বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। তারা করাচি থেকে ইসলামাবাদের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনায় দুই গাড়ির চালকও প্রাণ হারান।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, ডিজেল বহনকারী একটি পিকআপ ভ্যানকে ধাকা দিলে বাসটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা বাসের জানালার কাঁচ ভেঙে আটকে পড়াদের দ্রুত বের করার চেষ্টা করেন।

আহতদের অবস্থা সংকটাপন্ন। তাদের পিন্ডি ভাট্টিয়ান ও ফয়সালাবাদ হাসপাতালে পাঠানো হয়েছে।