• জাতীয় রাজনীতি
  • জিয়াউর রহমানের নেতৃত্ব জড়িত খুনিদের পুরস্কৃতও করেছিল: শিক্ষামন্ত্রী

১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডে

জিয়াউর রহমানের নেতৃত্ব জড়িত খুনিদের পুরস্কৃতও করেছিল: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ , ১৬ আগস্ট ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সংগৃহিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নির্মম হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়ে সঙ্গে জড়িতদের পুরস্কৃতও করেছিলেন।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা কলেজে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়ে খুনিদের পুরস্কৃত করেছিলেন।এ ঘঠনার মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন। আজও সেই ষড়যন্ত্র তার পরিবার ও দল দ্বারা অব্যাহত আছে। সেই ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাঙালি বারবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্থবায়নের মাধ্যমে ।

তিনি বলেন, বঙ্গবন্ধু এবং তার পরিবারের হত্যার বিচার কেউ চাইতে পারবে না এই আইনও করা হয় সে সময় ৷ বঙ্গবন্ধু কন্যাকে অন্তত একুশ বার হত্যাচেষ্টা করেছে স্বাধীনতার বিপক্ষের শক্তিরা ৷ এছাড়া ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি-জামাত জোট সরকার ধর্মকে রাজনীতির নামে ব্যবহার করে শাসন, শোষণ, নিপীড়ন চালিয়ে নিজেদের ক্ষমতা আঁকড়ে ধরেছিল।।

তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের যে বিচার কাজ বঙ্গবন্ধু শুরু করেছিলেন জিয়াউর রহমান বিএনপি-জামাত জোট সরকার সেই বিচার কাজ বন্ধ করেছিলেন ৷ যারা যুদ্ধাপরাধ করেছে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে এবং ভেবেছে বাঙালির বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে, তারাই বিএনপি-জামাত জোট সরকার স্থান পেয়েছে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন যেমন সক্ষম হয়েছে একি সঙ্গে সকল ক্ষেত্রে দেশ ঘুরে দাড়িয়েছিল। বর্তমানেও সরকার উনয়নের নতুন উদ্যোগ হাতে নিলে দেখা যায় তার শুরু করেছিলেন বা ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন বঙ্গবন্ধু ।

অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী ঢাকা কলেজের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো.দেলোয়ার হোসেন মজুমদার, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো.আব্দুল কুদ্দুস সিকদার প্রমুখ।

 

মন্তব্য লিখুন

আরও খবর